×

About Us

Message From Chairman

সারাটি জীবন সেই একই ভুল করে গেলাম; ধুলি ছিল চেহারায় আর মুছে গেলাম আয়নায়।

সারাটি জীবন স্ক্রলেই কাটালাম, বইয়ের পাতায় চোখই পড়ল না।
চেহারায় ফিল্টার ছিল ঠিকই, কিন্তু মস্তিষ্কটা রইল ফাঁকা।
এই ভুল থেকে মানুষকে বাঁচাতেই JM25 Institute এর পথচলা।
তাই জ্ঞানের আলোয় চলতে হলে, আমাদের সাথেই থাকুন সবার আগে।

3

Participate Students

1

Offered Courses

Our One Billion Vision

মাদ্রাসা ও সাধারণ শিক্ষার মাঝে সমন্বয় ঘটিয়ে 'ইলম' কে মানুষের বাস্তব জীবনের সাথেও যুক্ত করে দেওয়া

Jamiatul Mubarak Islamic Institute
এর লক্ষ্য একটিই।
সর্বস্তরের মানুষের কাছে দ্বীনের আলো পৌঁছে দেওয়া, সহজভাবে দ্বীন বোঝানো।
এজন্য আমরা ব্যবহার করি দুটি কার্যকর মাধ্যম:
  • ইলমি ও জীবনঘনিষ্ঠ বই
  • সাজানো ও পর্যায়ভিত্তিক অনলাইন কোর্স ।

Our One Billion Mission

একটি ভারসাম্যপূর্ণ ও সুপরিকল্পিত ইসলামি প্ল্যাটফর্মতৈরি করা, যা অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই কার্যকর ভূমিকা পালন করবে।

  • প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপর বাস্তবমুখী কোর্স চালু করা হবে।

    প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জনের জন্য বিষয়ভিত্তিক কোর্স
    Jamiatul Mubarak Islamic Institute কেবল তাত্ত্বিক জ্ঞানেই সীমাবদ্ধ নয়। বরং এখানে থাকবে বাস্তব জীবনে প্রয়োগযোগ্য দ্বীনি ও জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ের উপর প্র্যাকটিকাল কোর্সসমূহ।
    চাকরি, সমাজ, দাওয়াহ, পরিবার, আরবি ভাষা কিংবা ফিকহ—সবখানেই যাতে শিক্ষার্থীরা দক্ষ ও প্রস্তুত হতে পারেন, সে লক্ষ্যেই সাজানো হবে প্রতিটি কোর্স।

  • অনেক কিতাবের সমাহার থাকবে ইনশাআল্লাহ। পাঠকের দরজায় কিতাব পৌঁছে দেওয়া হবে। যেকোনো কিতাবের অর্ডার এই ওয়েবসাইট থেকেই করা যাবে।

    কিতাব পৌঁছে দেওয়ার মাধ্যমেই দ্বীনের খিদমতJamiatul Mubarak Islamic Institute এর উদ্যোগে এক বিশাল কিতাবভাণ্ডার তৈরি করা হচ্ছে ইনশাআল্লাহ। যেখানে হাদীস, তাফসীর, আরবি ব্যাকরণ, আত্মশুদ্ধি ও জীবনঘনিষ্ঠ বিষয়সহ নানান বিভাগের নির্বাচিত বই পাওয়া যাবে। পাঠক যেন ঘরে বসেই প্রয়োজনীয় কিতাব অর্ডার করতে পারেন সে ব্যবস্থাই থাকবে এই ওয়েবসাইটে

Join World's largest learning platform today

জামিয়াতুল মোবারক ইসলামিক ইনস্টিটিউট  এর  সোস্যাল মিডিয়া।

Sign Up for Free